ইসমাইল হোসেন স্বপন: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালির মিলানাস্থ কমিউনিটির রোজাদারদের সম্মানে বৃহত্তর ঢাকা সমিতি মিলান লোম্বারদিয়া ইতালির উদ্যোগে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও ইফতার ।
গত রোববার পবিত্র মাহে রমজানের চতুর্থ দিনে মিলানোস্থ সেন্ট্রাল জামে মসজিদে বৃহত্তর ঢাকা সমিতি মিলান লোম্বারদিয়া ইতালির পক্ষ থেকে আগত সকল রোজাদারদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি আরফান শিকদার। ইফতার মাহফিলের সার্বিক তত্তাবধানে ছিলেন সাধারণ সম্পাদক রবিন সিকদার এবং যুগ্ম সম্পাদক মাসুম হোসেন টূটুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোনোয়ার হোসেন, উপদেষ্টা হোসাইন মোহাম্মদ মনির, লুৎফর রহমান, সরোয়ার হোসেন, সবুজ আহমেদসহ আরো অনেকে। ইফতার মাহফিলে রোজার মর্যাদা ও তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ এবং বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা গাউসুর রহমান, হাফিজ রবিউল ইসলাম ও হাফিজ নাজমুল হোসেন সুরুজ। ইফতার মাহফিলে বৃহত্তর ঢাকা সমিতির নেত্রীবৃন্দ ছাড়াও আওয়ামী লীগ,বিএনপি,মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিক বৃন্দ এবং মিলানোস্থ মাদারীপুর, সিলেট, গোপালগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, ব্রাম্মন বারিয়া, সংগঠনের শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দসহ সামাজিক ,রাজনৈতিক আঞ্চলিক সমিতির নেত্রীবৃন্দ এবং স্থানীয় সাধারণ প্রবাসী মুসল্লিগন অংশ গ্রহণ করেন।