জার্মানবাংলা বিনোদন ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে নিয়েই নির্মিত হতে যাচ্ছে হলিউডের সিনেমা। ছবির নাম ‘ঢাকা’। বিশ্বজুড়ে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর দুই পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ছবিটি প্রযোজনা করবেন।
অনলাইন ম্যাগাজিন ডেডলাইন জানিয়েছে, অ্যাকশন ও থ্রিলারধর্মী ‘ঢাকা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন ক্রিস হেমসওর্থ। যিনি ‘থর’ তারকা হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়।
এই ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন দুই প্রযোজকই। আর পরিচালনার দায়িত্বে থাকছেন স্যাম হারগ্রেভ। তবে ছবিটির প্রেক্ষাপট ঢাকা হলেও এর শুটিং ঢাকায় হবে না। ভারত ও থাইল্যান্ডে হবে শুটিং। ছবিটির প্রযোজনায় থাকছে নেটফ্লিক্স।
একটি ভারতীয় ছেলেকে উদ্ধারের কাহিনী নিয়েই ছবির গল্প সাজানো হয়েছে। যে কিনা ঢাকায় অপহরণ হয়। তাকে উদ্ধারের কাজটিই করবেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ।