জার্মানবাংলা২৪ ডটকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় ২৬.২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
গত তিন বছরে ‘ঘ’ ইউনিটে পাসের হারের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫-১৬ সেশনে পাসের হার ছিল ৯.৯৪ শতাংশ, ২০১৬-১৭ সেশনে ৯.৮৩ শতাংশ, ২০১৭-১৮ সেশনে ছিল ১৪. ৩৫ ভাগ। ২০১৮-১৯ সেশনে পাসের হার ২৬.২১ শতাংশ। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল প্রকাশ করেন। এ সময় ‘ঘ’ ইউনিটের সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার অংশ নেন ৭০ হাজার ৪৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১৮ হাজার ৪৬৩ জন।