জার্মানবাংলা২৪ ডটকম: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ডাকাতিতে বাধা দেয়ায় ডাকাতের কাছে ধর্ষিত হয়েছে এক গৃহবধূ বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৮জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, ১৫ সদস্যের একদল ডাকাত শ্রমিক কলোনিতে প্রবেশ করে চারটি পরিবারের পুরুষদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এসময় ডাকাতরা ৫০ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার, টেলিভিশন, তিনটি অটোরিকশা, কয়েকটি মোবাইলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। এতে বাধা দেয়ায় এক গৃহবধূকে ধর্ষণ করে এবং আরেকজনকে ধর্ষণের চেষ্টা করে ডাকাতরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।