জার্মান-বাংলা ডেস্ক: আগামী মাসের ১২ জুনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দীর্ঘ প্রতিক্ষীত শীর্ষ বৈঠকটি হবে সিঙ্গাপুরে। এ কথা জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। উত্তর কোরিয়া থেকে মুক্তি পাওয়া তিন মার্কিন নাগরিককে স্বাগত জানানোর কয়েক ঘণ্টা পরই কিমের সঙ্গে বৈঠকের এই সময় ও স্থান ঘোষণা করলেন তিনি।
বৃহস্পতিবার এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, দুই নেতাই চেষ্টা করবেন যেন এ বৈঠকটি বিশ্বশান্তির জন্য একটা অনন্য মুহূর্ত হয়ে ওঠে। শীর্ষ বৈঠকটির লক্ষ্য হবে ওয়াশিংটন ও পিয়ংইয়ং-এর মধ্যে সামরিক উত্তেজনা কমিয়ে আনা এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির একটা সম্ভাব্য সমাপ্তি নিয়ে আলোচনা করা।
উত্তর কোরিয়ার হাতে আটক থাকা তিনজন আমেরিকানের মুক্তির কয়েক ঘন্টা পরই ট্রাম্পের দিক থেকে এ ঘোষণা এলো।