তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নিখোঁজের একদিন পর বুধবার (২৯ আগস্ট) বরযাত্রী জালালের মৃতদেহ উদ্ধার করে স্বজন ও এলাকাবাসী। উপজেলার কাইকুড়িয়া গ্রামের সামনের তলার হাওর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে বাস্তা গ্রামের মৃত জবান আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ আগস্ট) ৫০-৬০জন বরযাত্রী নিয়ে তিয়শ্রী বাস্তা গ্রাম থেকে মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের উদ্দেশে রওনা হয়ে কাইকুড়িয়া গ্রামের সামনে তলার হাওরে পৌঁছলে বিদ্যুতের ছেঁড়া তারে ট্রলারটি জড়িয়ে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও বরসহ ২০জন আহত হন। পানিতে পড়ে নিখোঁজ ছিলেন জালাল উদ্দিন।
দুইদিন খোঁজাখুঁজির পর ২৯ আগস্ট সকালে জালালের মৃতদেহ কাইকুড়িয়ার সামনে থেকে স্বজন ও এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ওই দিন বিকালে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।