1. jashimsarkar@gmail.com : admin :
  2. adminmonir@germanbangla24.com : monir uzzaman : monir uzzaman
  3. fatama.ruma007@gmail.com : Fatama Rahman Ruma : Fatama Rahman
  4. anikbd@germanbangla24.com : SIDDIQUE ANIK : ANIK SIDDIQUE
  5. infi@germanbangla24.com : Hasan Imam Juwel : Hasan Imam Juwel
  6. rafid@germanbangla24.com : rafid :
  7. SaminRahman@germanbangla24.com : Samin Rahman : Samin Rahman
শিরোনাম :
জার্মানবাংলা’র ‘RJ মিউজিক্যাল লাইভ শো’তে এবার আসছে গানের দল “অন্তরীণ” হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামীলীগ কর্তৃক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন অমর একুশে গ্রন্থমেলা ২০২২’ উপলক্ষ্যে ১১ দফা প্রস্তাব উত্থাপন জার্মানবাংলা’র “প্রবাসির সাফল্য” শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “শম্পা কুন্ডু” জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “সাজেদ ফাতেমী” স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী স্বরণ ও দেশনেত্রী’র দোয়ায় বিএনপি’র জার্মানি শাখা। জীবননগরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ব্রাসেলসে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক দুবাই ওয়ার্ল্ড এক্সপোতে অংশগ্রহণ করবে ওয়েন্ড-এর প্রতিনিধি দল গোধূলির ছায়া

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
Check for details

গোপালগঞ্জ, প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপি ১০ম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবি সংসদ বাংলাদেশ এ উৎসবের আয়োজনে ও স্বজন সভা কোটালীপাড়া শাখার সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম ভাগ শুক্রবার সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কবিতা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি ও শিশু সাহিত্যিক দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক রফিকুল ইসলাম দাদু ভাই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি সংসদের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু কবিতা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব তৌহিদুর ইসলাম কনক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সংসদের সভাপতি ড. আরিফ বিন ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কবি সংসদ বাংলাদেশের নির্বাহী সভাপতি কবি আরিফ মঈনুদ্দীন, কবি ও শিশু সাহিত্যক খালেক বিন জয়েন উদ্দিন, কবি প্রফেসর ড. আব্দুর বারী, কবি ফারুক প্রধান, কবি কাপ্তান নূর, কবি বাপ্পী রহমান, কবি তালুকদার মহিবুল , কবি সাহেদ বিপ্লব, কবি ফরিদা ইয়াসমিন সুমি, কবি বাপ্পি সাহা, কবি আশরাফ ফকির, কবি রবীন্দ্র নাথ অধিকারী, আব্দুল লতিফ গাজী, কবি মিন্টু রায়, কবি পাগলা জাহাঙ্গীর প্রমূখ।

এরআগে প্রধান অতিথি রফিকুল ইসলাম দাদু ভাই অনুষ্ঠানে আগত কবিদের উত্তরীয় পরিয়ে দেন। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি আরিফ মঈনুদ্দীন ,কবি আসাদ কাজল, কবি সিরাজুল করিমসহ অন্যান্য কবিরা বক্তব্য রাখেন। এরপর কবি সংসদের পক্ষ থেকে কবি ও শিশু সাহিত্যক রফিকুল ইসলাম দাদু ভাইকে বঙ্গবন্ধু কবিতা পুরস্কার ২০১৮ প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে প্রধান অতিথির বক্তব্য রফিকুল দাদু ভাই বলেন, বাঙ্গালী জাতীয়তাবাদের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র পূন্যভুমি টুঙ্গিপাড়া আমাদের প্রেরনার উৎসস্থল। বঙ্গবন্ধু একজন ব্যক্তি, একটি নাম ও একটি দেশের নাম।

পরে অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফরিদা ইয়াসমিন, কবি সাবিহা সারমিন, কবি আব্দুল গনি মিয়া, কবি বাপ্পী রহমান, কবি নুরুদ্দীর শেখ, কবি প্রফেসর ড. আব্দুল বারী, কবি আসাদ কাজল, কবি রবীন্দ্রনাথ অধিকারি, কবি গাজী লতিফ, কবি এস এম জাহাঙ্গীর হোসেন, কবি মিন্টু রায়, কবি প্রদীক মিত্র, কবি মোস্তাক আহম্মেদ, কবি সিরাজুল করিম, কবি আতিয়ার রহমান, কবি সাহেদ বিপ্লব, কবি তালুকদার মহিবুল, কবি বাপ্পী সাহা, কবি নাহিদ লিজাসহ প্রায় দুই শতাধিক কবি বঙ্গবন্ধু কে নিবেদিত কবিতা পাঠে অংশ নেয়। এ ছাড়াও যুগন্তর স্বজন সমাবেশের কোটালীপাড়া ইউনিটের সদস্যরা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠে অংশ গ্রহন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

ফেসবুকে জার্মানবাংলা২৪

বিজ্ঞাপন

Check for details