1. jashimsarkar@gmail.com : admin :
  2. adminmonir@germanbangla24.com : monir uzzaman : monir uzzaman
  3. fatama.ruma007@gmail.com : Fatama Rahman Ruma : Fatama Rahman
  4. anikbd@germanbangla24.com : germanbangla24.com : germanbangla24.com
  5. infi@germanbangla24.com : Hasan Imam Juwel : Hasan Imam Juwel
  6. rafid@germanbangla24.com : rafid :
  7. SaminRahman@germanbangla24.com : Samin Rahman : Samin Rahman
শিরোনাম :
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল জামালপুরে নতুন কমিটি গঠন জেলহাজতে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “আঁখি হালদার” আয়েবপিসি’র কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত জার্মানবাংলা’র ”প্রবাসির সাফল্য” শো’র এবারের অতিথি ”শিরীন আলম” জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “ফারহা নাজিয়া সামি” বাংলাদেশে হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেনঃ উচ্ছৃঙ্খলতা বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেয় হবে। জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “মিনহাজ দীপন“ সাকিব আল হাসানের বক্তব্যে কঠোর বিসিবি জার্মানবাংলা’র “প্রবাসির সাফল্য” শো’র এবারের অতিথি “কাইয়ুম চৌধুরী”

ঝিনাইদহে পুকুর থেকে ভিজিএফ’র আত্মসাৎকৃত চাল উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
Check for details

রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মাঝপাড়া মসজিদের পিছনে ৫টি পুকুর থেকে গরীব ও অসহায় মানুষকে দেয়ার জন্য সরকারের বরাদ্দের বিপুল পরিমাণ ভিজিএফ’র আত্মসাৎকৃত চাল উদ্ধার করা হয়েছে।

এই খবরে সরেজমিনে গেলে দেখা গেছে যে, সিরাজুল, আজিজুলের সহ আরও ৩ টি পুকুরের পানিতে ভীষণ চাল পচা দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এ কারণে পুকুরের মাছ ভেসে উঠেছে। একজন জানায় ভরতপুর থেকে কিছু মানুষ বেড়াতে এসে পুকুরের পানির গন্ধ নিয়ে প্রশ্ন করলে বিষয়টা জানা জানি হয়ে পড়ে। পুকুরের পানির দুর্গন্ধ থেকে সাধারণ মানুষ ধারনা করছে যে হয় তো পাঁচটা পুকুরে শত বস্তা চাল ফেলা হয়েছে। এই গন্ধ পাশের বাড়ি ঘরে ছড়িয়ে পড়েছে।

খোজ নিয়ে আরও জানা গেছে যে, এই পুকুর গুলির দুই পাশে দুই ইউ পি সদস্যের বাড়ি। একজন হলো মহিলা ইউ পি সদস্য শাবানা বেগম আরেক জনের নাম আহাম্মদ আলী। গ্রামবাসীর ধারনা যে সরকারের দেওয়া ভিজিএফ চাল আত্মসাৎ অথবা ক্রয় করে পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ফলে ভয়ে এই চাল পুকুরে লুকিয়ে ফেলে দিয়েছে।
এই ঘটনায় সংরক্ষিত মহিলা সদস্যের সাথে কথা বললে সে কিছুই জানে না বলে জানায়। আহাম্মদ আলীর সাথে মোবাইলে কথা বললে সে জানায় যে আমি কালীগঞ্জ আছি।

এই খবর পাওয়ার পর মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘটনা স্থলে উপস্থিত হয়ে জানায় যে, উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে খবর পেয়ে আমি এখানে এসেছি। উনি আমাকে তদন্ত করে আসল ঘটনা বের করতে বলেছে। তবে আমি প্রাথমিক ভাবে জানতে পেরেছি যে ইউনিয়ন পরিষদে চাল দেওয়ার পর সবুজ নামে এক ব্যক্তি ২৬ শত কেজি চাউল কিনে আজিজুলের নিকট বিক্রয় করেছে। বিভিন্ন তৎপরতার কারনে আজিজুর সেই চাল পুকুরে ফেলে দিয়েছে। তবে চাল যে সরকারী এই কথা চেয়ারম্যান স্বীকার করেছে।

তবে সবুজ চাল ক্রয়ের কথা স্বীকার করে বলে যে, আমি ৬৫ হাজার টাকার চাল আজিজুরের নিকট বিক্রয় করেছি। আজিজুলের সাথে মোবাইলে কথা বললে সে জানায় যে সে আত্মীয় বাড়ি গেছে কিন্তু আজিজুলের স্ত্রী জানায় যে সে সকালে চাতালে গেছে দুপুরে খেতে আসেনি।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ কে জানান হলে তিনি বলেন যে, দোগাছি ইউনিয়নে ভিজিএফ চাল চুরির ঘটনায় মামলা হয়েছে। আমি ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসেকে পাঠিয়ে সুস্থ তদন্তের মাধ্যমে যথা উপযুক্ত ব্যবস্থা নিতে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

ফেসবুকে জার্মানবাংলা২৪

বিজ্ঞাপন

Check for details