ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় একটি স্কুলের মাঠে মিলেছে দুই কলেজছাত্রের মরদেহ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামের ওই মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- ওই গ্রামের যদুবক্সের ছেলে রিপন হোসেন (২৩) ও বিশারদ আলীর ছেলে আওয়াল হোসেন (২২)।
হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুজ্জামান জানান, সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে একটি মাঠে দুই কলেজছাত্রের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, মরদেহের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই বিষ পান করেই দুই যুবক আত্মহত্যা করেছে।