অর্পন রকি জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পিআইও আশরাফুল হক, জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের লিডার মোশারেফ হোসেন।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগপূর্ন আবহাওয়ায় নিজেকে ও সম্পদের ক্ষতি এড়াতে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন।