জার্মানীতে অবস্থিত বার্লিন দুতাবাসের উদ্যোগে ৪৮ তম স্বাধীনতা দিবস উৎযাপন করা হয়েছে। বাংলাদেশের জন্মদিন উপলক্ষে পতাকা উত্তোলন ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সেই সাথে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি কিছু সময় নীরবতা পালন করে গভীর শদ্ধাভরে স্মরন করা হয়।
অনুষ্ঠানটি জার্মানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয়। জার্মান দুতাবাস এ্যাম্বাসিডর ইমতিয়াজ আহমেদ এ সময়ে স্বাগত বক্তব্য দেন উস্থিত সকলের উদ্দেশ্যে। বাংলাদের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা উল্লেখ করে সকলের ভুয়সী প্রশংসা করেন। সেই সাথে তিনি আশাবাদ ব্যক্তে করেন বাংলাদেশের জন্মদিনে বিশ্বের দরবারে প্রবাসীরা দেশের মুখ আরও উজ্বল করবে।
এসময়ে উপস্থিত আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন বাংলাদেশ কিছু দিন আগে উন্নয়নশীল দেশের প্রথম ধাপে উন্নিত হয়েছে। দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দেশ পরিচালনার কারনেই এ উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আর এই দেশকে যারা স্বাধীনতা উপহার দিয়েছে তাদের অনেকের পরিবার পরিজনও অসহায় দিনযাপন করছে। বক্তারা আশাবাদ ব্যাক্ত করে বলেন বাংলাদেশ ক্ষুধা দারিদ্রের দেশ নয় উন্নত দেশের কাতারে যাবে শীঘ্রই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনীতক, জার্মান পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিনিধিসহ গন্যমান্য ব্যাবসায়ীরা। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ফাতেমা রহমান রুমা।
জার্মান বাংলা ডটকম।