ফাতেমা রহমান রুমা: সৌদি আরব, মধ্যপ্রাচ্য, জার্মানি ও ইউরোপের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মঙ্গলবার (২১ আগস্ট)।
জার্মানির রাজধানী বার্লিনের “শোহাদা” মসজিদেও যথারীতি ঈদের নামাজ আদায় করা হবে। এছাড়া বাঙালি অধ্যুষিত জার্মানির ফ্রাংকফুর্ট-এর (Gutleut str 47. 60329 Frankfurt) মাবিন মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এদিকে, সৌদি আরবে আজ (২০ আগস্ট) পবিত্র হজ পালন করছেন লাখ লাখ মুসল্লিগণ। তারা পরদিন সকালে ঈদের নামাজ আদায় করে আল্লাহর নামে পশু কোরবানির মধ্য দিয়ে শেষ করবেন তাদের হজের আনুষ্ঠানিকতা।