ফাতেমা রহমান রহমান: জার্মানিতে পাঁচ বছর মামলা চলার পর ১০টি খুনের দায়ে নব্য-নাৎসি বাহিনীর এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১০ জনকে হত্যা করেছেন তিনি। তার মধ্যে আটজন এথনিক তুর্কি, একজন গ্রিক নাগরিক ও একজন নারী পুলিশ ছিলেন।
তবে এই হত্যাকাণ্ডে রহস্য উন্মোচিত হয় ২০১১ সালে। নব্য নাৎসিবাদের একটি চক্রের সন্ধান পাওয়ার পর এই তথ্য উঠে আসে। জেস্কাপে নামের ওই নারী দুইজন পুরুষকে নিয়ে এক ফ্ল্যাটে থাকতেন। তবে দুই পুরুষই আত্মহত্যা করেছেন। একটি ভস্মীভূত ক্যারাভান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
জার্মান পুলিশ ঘটনার তদন্তে ব্যর্থ হওয়ার পর সরকারিভাবে এর তদন্ত শুরু হয়।