ফাতেমা রহমান রুমা: চলছে পবিত্র মাহে রমজান মাস। এ উপলক্ষে ২০ মে (রোববার) মাবিন মিলয়াতনে জার্মান আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গব্ন্ধু ফাউন্ডেশন, রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সম্মিলিত উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কাজী আবদুল মতিন, সৈয়দ সেলিম, বিএম ফরিদ আহমেদ, মহসিন হায়দার মণি, হাফিজুর রহমান, বাবুল তালুকদার, ইসমাইল নেসার, আতিকুল হক সবুজ, খালেদ ইসলাম, নোমান হামিদ, মোঃ রিপন, কাজী আসইফ হোসেন দিপ, মোঃ জালাল, নুরুল ইসলাম বকুল, আমানুল্লাহ ইসলাম, আশরাফুল ইসলাম টিপু,নজরুল ইসলাম, মোঃ ফারুক, অস্রু, আজিম, শাহিন, মাখন সরকার, শেখ শাহজাহান, ছাত্রলীগের কাজী রিদয়সহ বিপুল পরিমাণ সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জার্মান আওয়ামী লীগের জনপ্রিয় নেতা জাহিদুল ইসলাম পুলক সকলকে ধন্যবাদ জানিয়ে সংখিপ্ত বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের জন্য দোয়া করা হয়।