‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন কণ্ঠশিল্পী মৌমিতা হক সেঁজুতি। আগামী ২৫ ডিসেম্বর, রোজ শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।
এক নজরে মৌমিতা হক সেঁজুতি
মৌমিতা হক সেঁজুতি শাস্ত্রীয় সংগীতের শিষ্য। তিনি কিশলয় কোচি-কাঁচার মেলা থেকে তাঁর পড়াশোনা শুরু করেছিলেন। এর পরে, তিনি ওস্তাদ সঞ্জীব দেয়ের কাছ থেকে শাস্ত্রীয় সংগীত শিখতে শুরু করেছিলেন। বর্তমানে তিনি ডাঃ রেজওয়ান আলীর পরিচালনায় রয়েছেন। তিনি সাদারাং এবং লক্ষ্যাপাড়ের মতো খ্যাতিমান শাস্ত্রীয় সংগীত সম্মেলনে অংশ নিয়েছিলেন।
তিনি ২০১৩ সালে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীত এবং শাস্ত্রীয় সংগীত উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অর্জন করেছিলেন। পরের বছর আন্তঃকলা বিভাগেরসাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করছেন।
এদিকে প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক ফাতেমা রুমা এবং উপস্থাপক ও সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী।
উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।
জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।