জামালপুর প্রতিনিধি: দেশেব্যাপী মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। মাদক উদ্ধার অভিযানে গতকাল জামালপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ছনকান্দা মাদ্রাসা বালুঘাট এলাকায় মাদকের অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
এ সময় পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে মোশারফ হোসেন বিদ্যুৎ ৩৮ নামক মাদক ব্যবসায়ী নিহত হয়। এ সময় তার কাছ থেকে বিদেশী রিভলভার, ৩ রাউন্ড গুলি, ১ হাজার পিচ ইয়াবা ২০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার ওসি নাসিমুল ইসলাম সহ পুলিশ সদস্য ৪ জন আহত হয়।