রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়া সাহারা খাতুন তার পুত্রকে চিকিৎসা করাতে ঢাকা পঙ্গু হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটায়ায় লাশ মারা যান।
জানা যায়, নিহতের পুত্র জসিম তিন মাস পূর্বে ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে গৌরীপুরের কলতাপাড়া নামক স্থানে সিএনজি দুর্ঘটনায় তার ডান পা ভেঙ্গে যায়। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ছিল। রোববার রাতে ছিল ঢাকা পঙ্গু হাসপাতালে জসিমের অপারেশন হওয়ার কথা ছিল।
ভোরে জসিম তার মা ও ভাইকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাগানবাড়ি নামক স্থানে মাইক্রোবাস উল্টে জসিমের ভাই মাসুম ও মা গুরুতর আহত হন।
ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পরই মারা যান সাহারা ।
পুত্র জসিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ মর্মান্তিক দুঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। হাসাপতাল থেকে সাহারার লাশ বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস বাড়ি হয়ে উঠে। নিহতের বাড়িতে এখন চলছে শোকের মাতম। নিহত সাহারার বাড়ি ঈশ্বরগঞ্জ পৌরশহরের দত্তপাড়া।
এলাকাবাসী জানায়, সাহারাই ছিল ওই পরিবারের এক মাত্র উপার্জনশীল।