ইসমাইল হোসেন স্বপন: বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা। ছাত্র লীগ ইতালি শাখার সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদারের নেতৃত্বাধীন ছাত্র লীগ ইতালি শাখার পূর্ণা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করায় সংগঠনের একটি প্রতিনিধি দল শুক্রবার রোমে ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে দেখা করে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমদ ঢালি, জাহাঙ্গীর ফরাজী, জসিমউদ্দিন, আব্দুর রব ফকির, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ছাত্র লীগকে আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইতালিসহ ইউরোপে সংগঠনকে আরও গতিশীল করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও বিজয়ী করে দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখার জন্য ছাত্র লীগকে দায়িত্ব পালনের আহ্বান জানান।