এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সন্ত্রাসী, মাদবসেবী ও ভুমিদস্যুদের অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের গনশিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল আহম্মেদ টুটুলের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার ধামকোল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাভেল হায়দার, সাধারন স্পাদক মামুন সেখ, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক খান, সাধারন সম্পাদক টিএম মোস্তফা জয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জল খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিমনিরুল ইসলাম মনি প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী, মাদকসেবী ও ভুমিদস্যু কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, নজরুল ইসলাম বিএ, লিটন মেম্বার, বিএনপি নেতা হায়দার ও ছানোয়ার গং ধামকোল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে চেষ্টা করছিল দির্ঘদিন যাবৎ। গত শনিবার অবৈধভাবে বালু কাটার চেষ্টা করলে বাধা দেয় ছাত্রলীগ নেতা সোহেল আহম্মেদ টুটুল। এ সময় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আমরা অতিদ্রুত এই হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।