ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশিদের গণভবনে ডাকা হয়েছে। ৪ জুলাই সন্ধ্যা ৬টায় তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাত্রলীগের নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহসভাপতি আরিফুর রহমান লিমন রোববার গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।
তিনি জানান, ২৯তম সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা মনোনয়ন ফর্ম কিনেছিলেন শুধুমাত্র তাদের সকলকে গণভবনে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
আরিফুর রহমান লিমন বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে ছাত্রলীগকে এই মর্মে জানানো হয়েছে।ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেছেন, যারা মনোনয়ন ফর্ম কিনেছিল তাদেরকে এ খবরটি জানাতে।
১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সভাপতি পদে ১১১ জন আর সাধারণ সম্পাদক পদে ২১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।