ফাতেমা রহমান রুমা: চুতরা পাতায় রয়েছে মহা ঔষুধি গুণাগুন। জার্মানিতে গত প্রায় ১০০ বছর ধরে গবেষণা করা হয়েছে এই চুতরা পাতার ঔষুধি গুণাগুন নিয়ে।
সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণায় প্রমাণ করেছে যে, চুতরা গাছের পাতার সাহায্যে অনেক জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা সম্ভব।
বিশেষ করে যারা ডায়াবেটিস, কিডনির জটিলতা, হার্টের সমস্যা, হাঁটুর ব্যাথা ও মাসেল পেইনে ভুগছেন তারা চুতরা পাতার চাকে মহা ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন।
চুতরা পাতা যেহেতু গায়ে লাগছে চুলকায় তাই হাতে হ্যান গ্লোবস পরে প্রথমে পাতাটা তুলে ভালো করে ধুয়ে শুকায়ে নিয়ে চা করে খেলে দীর্ঘ দিনের ডায়াবেটিস, কিডনির জটিলতা, হার্টের সমস্যা, হাঁটুর ব্যাথা ও মাসেল পেইনের মতো রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।