হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি মরহুম শাহ্ মো. খায়রুল বাশার চিশ্তীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩ নভেম্বর রবিবার সন্ধ্যায় স্টেশন বাজারস্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতা মরহুম শাহ্ মো. খায়রুল বাশার চিশ্তীর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খান, কাজী মসিউর রহমান, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল,যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, বিশেষ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রনজু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা রমজান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী।