হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, বর্তমান সরকার চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, ইঞ্জি. হামিদুল হক, ঘাঘটিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সেলিম, জেলা পরিষদ সদস্য আতিকুল ইসলাম রিংকু, ডাক্তার জুলকার নাঈম ইবনে নোমান, তাসমিয়া উলফাৎ মিসু, ডেন্টিস্ট এমদাদুল হক, তোফায়েল আহমেদ তোফাজ্জল প্রমুখ।
সিমিন হোসেন রিমি বলেন, অসহায় ও দরিদ্র রোগীদের জন্য পরামর্শক নিয়োগ করে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
কাপাসিয়া উপজেলা ডায়াবেটিক সমিতির চীফ মেডিকেল ও এক্সিকিউটিভ অফিসার ডাক্তার যুলকার নাইম জানান, ৫০০জন রোগিকে ডায়াবেটিস, গাইনী, চর্ম ও মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। কাপাসিয়া উপজেলায় ৪ হাজার স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে পাঁচ বছর তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।
কাপাসিয়া উপজেলা ডায়াবেটিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিলো ওরিয়ন ফার্মা লিঃ।