সোমবার (২২ এপ্রিল) জামালপুর জেলাস্থ সরিষাবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে বাতিলকৃত কোটা বহাল রাখার দাবীতে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
সকাল ১১ টায় পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মুখে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় কয়েকশত মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এই মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধনে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের সুযোগ্য সন্তান, সাবেক এম.পি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় মনোয়ন প্রত্যাশী, জামালপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনাব আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান, বীর প্রতিক আনিসুর রহমান, বীর প্রতিক আঃ হাকিম, সরিষাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন সহ মুক্তিযুদ্ধকালীন কমান্ডার এম. এ লতিফ।
মানববন্ধনে বক্তরা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের শেষ ভরসা। আপনি মুক্তিযোদ্ধাদের অভিভাবক হিসেবে সংবিধানে সংরক্ষিত সরকারী চাকুরীতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহন করবেন তা এদেশের মুক্তিকামী মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে।