ইমাম হোসাইন রাজু, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক, একটি পাইপগান ও ৫টি কার্তুজসহ মো. আল আমিন (৩৩) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নুরনবী শাহ মাজার গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন রাঙ্গামাটি জেলার লংগদু থানাধীন ভাঙ্গামোরা এলাকার খলিলুর রহমানের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার এসআই নাসিম হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।