গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের পাজুহাটি থেকে নোনাপাড়া পর্যন্ত অজপাড়া গ্রামের দেড় কিঃ মিঃ মাটির কাঁচা রাস্তাটিতে স্বাধীনতা সংগ্রামের পর উন্নয়নের ছোঁয়া লাগেনি। অথচ এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে এ ইউনিয়নের কড়েহা, মাওহা, বড়ইকান্দা, লক্ষীনগর, পাজুহাটী ও পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার ভুইয়াপাড়া, হোসেন নগর গ্রামের শত শত মানুষ। রাস্তাটির মাটি সড়ে গিয়ে বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় ও বড় বড় খানা খন্দের সৃষ্টি হওয়ায় জনগনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে স্থানীয় মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সরকার আসে সরকার যায় কিন্তু কোন স্থানীয় জনপ্রতিনিধি বিগত সময়ে এ রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেননি।
অবশেষে প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি’র হস্তক্ষেপে মাটি কেটে রাস্তাটি সংস্কার হয়েছে। কাবিখা প্রকল্পের আওতায় রাস্তাটি সংস্কারের মাধ্যমে মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করা হয় বলে নোনাপাড়ার এলাকার বাসিন্দা শাহজাহান কবির জানান। রাস্তা সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘব করায় স্থানীয় এমপি নাজিম উদ্দিন আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভুক্তভোগী গ্রামের সাধারন মানুষ।