গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মরণে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচি সফল করতে বুধবার (১৮ জুলাই) গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষের চারা রোপন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ও ইউএনও ফারহানা করিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু সাঈদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নুরুল ইসলাম, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফা খাতুন, এমপি’র ব্যক্তিগত সহকারি কামরুজ্জামান কাওছারসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকগণ।