গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে ৬ হাজার ৩৬০ জন দুস্থ, অসহায় ও অসচ্ছল পরিবারের নারী-পুরুষের মাঝে সোমবার (১৩ আগস্ট) ২০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ হাবিব। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ভিজিএফ কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তদারকী কর্মকর্তা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান, ইউপি মেম্বার আজিজুল হক, আব্দুর রহমান, ইসহাক মিয়া, এমদাদুল হক, মোঃ মোস্তাকীম, মহিলা মেম্বার কুলসুম, ফেরদৌসী, ঝরনা আক্তার, বোকইনগর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু প্রমুখ।