গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: উড়ন্ত প্রশিক্ষণ বিমান থেকে বিকট শব্দে হঠাৎ ড্যামি বোমা পড়ে মাটিতে বড় গর্তের সৃষ্টি হওয়ায় জনমনে আতংক বিরাজ করছে। রবিবার (১০ জুন) দুপুরে ১ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের তাঁতীরপায়া গ্রামের মঞ্জুরুল হকের বাড়ির দক্ষিণ পাশে বাঁশ বাগানে উল্লেখিত বোমাটি পড়ে। গৌরীপুর থানার ওসি (তদন্ত) তারিকুজ্জামান সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উল্লেখিত এলাকার আকাশ পথে দুটি বিমান পাশাপাশি উড়ে যাচ্ছিল। এসময় একটি বিমান থেকে বিকট শব্দ হয়ে একটি ভারী বস্তু মাটিতে পড়ে বড় গর্ত হয়। এতে মাটি কম্পনের সৃষ্টি হলে গ্রামের লোকজন আতংকিত হয়ে পড়ে।