গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বনজ ও ফলদ বৃক্ষ মেলা। স্থানীয় পৌর পার্কের মাঠে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ যৌথ ভাবে এ মেলার আয়োজন করেছে। “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই” এ শ্লোগানকে সামনে করে পৌর পার্কে এই বৃক্ষরোপণ অভিযান ও পাঁচ দিন ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলা শুরু হয়েছে।
মেলা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলাস্থলে গিয়ে শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মোহাম্মদ আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন।
পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সমীর কুমার গো স্বামীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদপুর অঞ্চল মো: এনামুল হক ভূঁইয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টি বনজ ও ফলদ বৃক্ষের স্টল বসেছে।