নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার ১৯ জুলাই গোপালগঞ্জের ১৫০ নং শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান ২০১৮ শুরু হয়।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সাংবাদিক এস এম হুমায়ুন কবীর একটি জাম গাছের চারা রোপনের মধ্যে দিয়ে বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্ভোধন করেন। এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলা টিভির গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, সিএনএন বাংলা ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি এম শিমুল খান, চ্যানেল এস টিভি ও বজ্রশক্তি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি কাজী মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তন্দ্রা হালদার, সহকারী শিক্ষিকা আসমা খানম ও আফরোজা আক্তার প্রমুখ।
পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে বিদ্যালয়ের মাঠে ফলজ ও বনজ চারা রোপন করানো হয়।