জার্মানবাংলাটুয়েন্টিফোর ডটকম: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বলেও জানিয়েছেন তিনি।
প্রথমবারের মতো দলীয় প্রতীকের এই নির্বাচনে মোট ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এ সিটিতে এবার নতুন ভোটার একলাখ ১১ হাজার। এ ছাড়া, শ্রমিক ভোটার দুই লাখের বেশি।
নগরীরর ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি ভোটকেন্দ্রের ২ হাজার ৭৬১টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৩৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও ৮৮টিকে সাধারণ চিহ্নিত করা হয়েছে।
এদিকে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা জড়ো হয়েছেন। নারী-পুরুষ সবার মধ্যেই এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এর আগে সোমবার (২৫ জুন) দুপুর থেকে পিকআপে করে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি পাহারায় ব্যালট পেপার ও ব্যালট বাক্স পাঠানো হয়।
নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরে বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১৬ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ টিম কাজ করছে।
প্রতি তিন কেন্দ্র মিলে একজন বিচারিক ম্যাজিস্ট্রেটের অধীনে থাকছে একটি ভ্রাম্যমাণ আদালত। প্রতিটি ভোটকেন্দ্রের চার শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আজ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, অফিস আদালত বন্ধ থাকবে। যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। তবে জরুরী সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত যানবাহন ও ব্যক্তিরা এমন বিধি নিষেধের বাইরে থাকবে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাত জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির মো. হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি)।