হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার (২৯ আগষ্ট) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালন করেছে জেলার গাজীপুর ও তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগ। সকালে কালো ব্যাজধারণের মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচী। প্রচার হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। বাদ যোহর বিশেষ দোয়া ও খাবার বিতরণ করা হয়। দিবসের এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ ।