হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: জাতীয় পর্যায়ে প্রকৌশল-প্রযুক্তি ও উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে (১২ অক্টোবর) শুক্রবার দিনব্যাপি আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ডুয়েট-টেকফেস্ট-২০১৮’ অনুষ্ঠিত হয়।
উৎসবে রোবো ফাইট, স্পীড ব্যাটেল , প্রোজেক্ট সোকেস, আইসিটি অলিম্পিয়াড এবং মেকানিক্স অলিম্পিয়াড এই পাচটি বিষয়ে প্রতিযোগিতা হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে টেকফেস্ট অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, তড়িৎ ও ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রাজু আহমেদ ও একই বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বিশ্ববিদ্যালয় ও ডুয়েট রোবটিক্স ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এই প্রযুক্তি উৎসবে দেশের ৩০ টির বেশি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল-কলেজের তিন শতাধিক প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করে। এখানে মোট এক লক্ষ ৪৫ হাজার টাকার পুরস্কার বিতরণ করা হয়। আজ সকাল ১০ টায় উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শুরু হয়ে দিনব্যাপি বিভিন্ন ইভেন্ট চলতে থাকে।
সুষ্ঠুভাবে উৎসব অনুষ্ঠিত হওয়ায় সকল অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকদেরকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠানের আহবায়ক ও ডুয়েট রোবটিক্স ক্লাবের সভাপতি মো. দানিয়াল ইসলাম।