মোঃ নজরুল ইসলাম-কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি,ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টার সময় স্থানীয় কোটচাঁদপুর মেইন বাসষ্টান্ড জামে মসজিদে কোটচাঁদপুর ও মহেশপুরের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মোহাম্মদ আলীর পক্ষ থেকে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অঅতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ আসনের আ,লীগের মনোনয়ন প্রত্যাশী নেতা ব্যারিষ্টার মোহাম্মদ আলী।বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, পৌর আ,লীগের যুগ্ন আহ্বায়ক গোলাম সরোয়ার, আ,লীগ নেতা খায়রুল হোসেন সাথী সহ স্থানীয় আ,লীগ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।