হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরের চাপাইর ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।এ ঘটনায় আজ শনিবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধু ও এলাকাবাসী জানায়, ওই গৃহবধু সপ্তাহখানেক আগে উপজেলার পাইকপাড়া এলাকার সুফিয়া বেগমের বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার দুপুরে বাড়িতে একা পেয়ে সুযোগে বুঝে তাকে ধর্ষণের চেষ্টা করেন এই নেতা। ধস্তাধস্তির এক পর্যায় ওই গৃহবধুর হাতে আঘাত পান। এসময় তার ডাকচিৎকারে ওই নেতা সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহায়তায় দুপুরে ওই গৃহবধু কালিয়াকৈর থানায় অভিযোগ করেন। ওই গৃহবধু ৩ সন্তানের জননী ও ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।