হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: সংসদ নির্বাচন উপলক্ষে কালিয়াকৈর উপজেলার চাপাইরে আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক যৌথ সভা হয় । কেন্দ্র কমিটি গঠন করতে চাপাইর ইউনিয়ন আওয়ামী লীগ এ সভা করে।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল সিকদার ওই সভায় প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর ।
প্রধান অতিথি কামাল সিকদার সভায় সরকারের উন্ন্য়নের চিত্র তুলে ধরে বক্তব্য দেন।
আরো বক্তব্য আহসান হাবিব, নুরুল ইসলাম, সেলিম আজাদ, আবুল কাসেম, হারুনুর রশীদ, আসাদজ্জামানসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ।
সভা পরিচালনা করেন আলীম আল রাজী রাজিব।
বিশেষ অতিথি মুরাদ কবীর আসন্ন সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।