এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে ১৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে সাত জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোড়জান ও ভুতের মোড় এলাকা থেকে জাল ও তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চালুহারা গ্রামের মো. আব্দুল মালেক (২৩), একই এলাকার সোহেল রানা (২২), রতন শেখ (২০), এরশাদ আলী (৩০) সাইফুল ইসলাম (২৫), খাস পুখুরিয়া দক্ষিণপাড়া গ্রামের শামছুল হক (২৫) এবং ফুলহারা গ্রামের মো. হানিফ শেখ (২৪)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ঘোড়জান ও ভুতের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার মিটার জাল জব্দ ও সাত জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।