হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: জেলার কাপসিয়া উপজেলার কামারগাঁও গ্রামের মৃত: গিয়াস উদ্দিনের ছেলে মালয়েশিয়া প্রবাসী কাজল মিয়াকে হত্যার হুমকি দেয় ও তার ২ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে গবাধি পশুর ঘাস খাওয়ানো নিয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কাজল মিয়া বাদী হয়ে স্থানীয় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে চেয়ারম্যান শাহীনুর আলম সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী কাজল মিয়া ও তাঁর পরিবার জানায়, সকালে গাছ কর্তনের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মানিক মিয়া ও তার লোকজন তাদের মেরে ফেলার হুমকি দেয়।