বিদেশ থেকে চট্টগ্রাম বন্দরে আসা কাঁচামাল খালাসে বিলম্ব এবং জটিলতা সৃষ্টি হয়েছে। ফ্রি অব কস্টে (এফওসি) আসা পণ্যের নথিপত্র যাচাই-বাছাইয়ের নামে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করছে। এতে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে অচলাবস্থা তৈরি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস কমিশনার একেএম নুরুজ্জামানকে বিজিএমইএ এবং চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে একাধিকবার অবহিত করা হলেও সমাধান দিতে পারেননি তিনি। এতে দিন দিন চট্টগ্রাম বন্দরে দীর্ঘ হচ্ছে কাঁচামাল নিয়ে আসা কনটেইনারের সারি।