1. jashimsarkar@gmail.com : admin :
  2. fatama.ruma007@gmail.com : Fatama Rahman Ruma : Fatama Rahman Ruma
  3. anikbd@germanbangla24.com : Editor : Editor
  4. rafid@germanbangla24.com : rafid :
  5. SaminRahman@germanbangla24.com : Samin Rahman : Samin Rahman

করোনা : গাইবান্ধায় আরও ১১ জন আক্রান্ত

আশরাফুল ইসলাম ,গাইবান্ধা (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২০
Check for details

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও ১১ জন আক্রান্ত হয়েছে। এদিকে জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ জন। এরমধ্যে তিনজন মারা গেছে। ৩০ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেশনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জন। গত ২৪ ঘন্টায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় ৫১১ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ১৬, গোব্দিন্দগঞ্জে ৯৩, সদরে ৭৫, ফুলছড়িতে ১৪০, সাঘাটায় ১৪০, পলাশবাড়িতে ১২ ও সাদুল্যাপুর উপজেলায় ৩৫ জন। করোনার এই সময় কালে জেলা জুড়ে ১ লাখ ৯৫ হাজার ৮ শত পরিবার কে ও ১৫ হাজার শিশুকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

ফেসবুকে জার্মানবাংলা২৪

বিজ্ঞাপন

Check for details