একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা কামারগাঁ ইউপির বাতাসপুর গ্রামে সনাতন হিন্দু সম্প্রদায়দের ধর্মীয় উৎসব গোবিন্দ মন্দিরে লীলা কীত্তন (হরিবাসর) গত ২৭জুন বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে উক্ত লীলাময় কীত্তনে রাজশাহী ১ অাসনের (এমপি) অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে (হরিবাসরে) অংশ গ্রহন ও শুভেচ্ছা বিনিময় করেছেন। গোদাগাড়ী ও তানোর উপজেলার অা,লীগের নেতা কর্মী অত্র এলাকার কয়েক জন ইউপি চেয়ারম্যান সহ অনেকে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন।
এদিকে সংবাদ কর্মী হিসেবে সরেজমিন উপস্থিত থেকে জানা গেছে? বর্তমান এমপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার কথা তুলে ধরে বক্তব্য দিয়েছেন, তানোর উপজেলা অা,লীগের সাধারন সম্পাদক,অাব্দুল্লাহ অাল মামুন, এবং গোদাগাড়ী উপজেলা যুবলীগের (সাবেক) সভাপতি সফিকুল সরকার, উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি এবং কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। উপজেলা বন ও পরিবেশ সম্পাদক, তোফাজ্জল হোসেন তোফা।
চেয়ারম্যানদের মধ্যে এমপির অনুদানের কথা হরিবাসরে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য দিয়েছেন এবং(এমপির) পক্ষে অাবারো নৌকার ভোট চেয়েছেন কামারগাঁ ইউপির দু বারের নির্বাচিত চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক। এছাড়া বক্তব্য দিয়েছেন বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ১ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন সরকার তিনি প্রধানমন্ত্রীর উন্নয়ন চিত্র তুলে ধরে গঠন মুলক বক্তব্য দিয়েছেন। অপরদিকে এমপি প্রতিনিধির সংঙ্গে উপস্থিত ছিলেন অত্র ইউপি অা,লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ,অা,লীগ নেতা সার্জেন্ট মনির, রাম কমল মাষ্টার, কামারগাঁ ইউনিয়ন যুবলীগ সভাপতি তোফায়েল হোসেন, সাধারন সম্পাদক নির্মল সরকার, অত্র ওর্য়াডের মেম্বার বকুল বিশ্বাস, যুবলীগ নেতা রিগান, অা,লীগ নেতা অহিদুর রহমান শিমুল, রফিকুল ইসলাম সহ ইউনিয়ন ছাত্র লীগের রকি ও স্থানীয় সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এমপির প্রতিনিধি মামুন ও ময়নার সাথে উপস্থিত ছিলেন। অনুসন্ধানীতে উঠে এসেছে এ এলাকাতে কিছু নেতারা মানুষকে মানুষ মনে করেনা অাবার তাদের দাপটের কারনে যেন এমপির তৈরী মাঠ নষ্ট না হয় সে দিকে বেশি করে নজর দেয়ার দাবীর কথা অনেকে সংবাদ কর্মীকে মতামত দিয়েছেন।