মোঃ নজরুল ইসলাম, কোটচাঁদপুর, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাদপুরের প্রগতি মডেল কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে ক্যাজুয়াল হিসাবে অংশ গ্রহণ করেছিলো।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এবারের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড থেকে ৪ টি কলেজের শিক্ষার্থীরা কেউ কৃতকার্য হতে পারেনি।
এদের মধ্যে ঝিনাইদহের কোটচাদপুরের প্রগতি মডেল কলেজ রয়েছে।তিনি আরো জানান, কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় ১৯ শিক্ষার্থী ক্যাজুয়াল ( বিভিন্ন বিষয়ে অকৃতকার্য) হিসাবে পরীক্ষায় অংশ নিয়েছিল।
কিন্তু তারা কেউ কৃতকার্য হতে পারেনি। বিষয়টি মন্ত্রনালয়ে জানানো হবে। পাশাপাশি কলেজের কোন নিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেনি কেন বিষয়টিও তদন্ত করে দেখা হবে।