মোঃ নজরুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ: অাল্লাহ অাকবর ধ্বনিতে মুখোরিত ঐতিহ্যবাহী কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ময়দান। নিরাপদ নির্বিঘ্নে, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই, উৎসবমুখর, আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী কোটচাঁদপুরে। খুব সকাল থেকেই কানায় কানায় ঈদগাহ ময়দান পরিপূর্ণ হয়ে মুসুল্লীদের উপচে পড়া ভিড় ঠেলে রাস্তায় ছড়িয়ে পড়ে। সকাল ৮ টায় অনু্ষ্ঠিত প্রথম ঈদের জামাতের অনুষ্ঠিত হয়। ইমামতি করেন কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সম্মানিত ও সুযোগ্য অধ্যক্ষ প্রখ্যাত অালেমে ওস্তাদ খতিব মাওঃ বাহারুল ইসলাম। একই ময়দানে ২য় জামাতের সকাল ৯ টায় ইমামতি করেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ ও হেড মুহাদ্দিস মাওঃ সিরাজুল ইসলাম। শুভেছা বক্তব্য রাখেন
ঈদুল ফিতর উদযাপন কমিটির সম্মানিত সভাপতি ও পৌর মেয়র মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শাহাজাহান অালী, মাওঃ শহিদুল ইসলাম প্রমুখ । কামিল মাদ্রাসার সহ-সভাপতি মীর কাশেম অালী । দোয়া পরিচালনা করেন সর্বজনীন শ্রদ্ধেয় প্রখ্যাত আলেম হযরত মাওঃ বাহারুল ইসলাম।
এদিকে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের মুহতামিম হাফেজ নুরুন্নবী অাশেকী। এছাড়াও পৌর শহরের ও উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় প্রায় ১০০ টির বেশি জামাত অনুষ্ঠিত হয়।