জার্মানবাংলা২৪ ডটকম, ২৬ জুন, ঢাকা: হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির গাজীপুরের মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার।
তিনি বলেন, ‘নির্বাচনের আগের দিন বিএনপির নেতাকর্মীদের আটক না করতে হাইকোর্ট ও নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছেন। কিন্তু হাইকোর্টের নির্দেশ অমান্য করে আমাদের নেতাকর্মীদের আটকসহ হয়রানি করা হয়েছে, এর প্রমাণ আমার কাছে আছে। এ নিয়ে আমি আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে যাবো। কেন তারা হাইকোর্টের নির্দেশ অমান্য করে গ্রেফতার করেছে, এর একটা জবাব দিতে হবে।’
মঙ্গলবার (২৬ জুন) সন্ধ্যায় টঙ্গীর নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন হাসান উদ্দিন সরকার।
ভোটের ফলের ব্যাপারে তার অবস্থান জানতে চাইলে হাসান উদ্দিন সরকার বলেন, ‘এ বিষয়ে এখন আমি কিছু বলতে চাই না। কারণ আমি ২০ দলীয় জোটের প্রার্থী। তাই দলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। তবে এই ফল জনগণ প্রত্যাখ্যান করেছে। আমি জনগণের সঙ্গে আছি।’
২০-২৫টি কেন্দ্র ছাড়া সব কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করে বিএনপির এই মেয়রপ্রার্থী বলেন, ‘আজ ভোটের দিনও আমাদের দলের ৩-৪ জন নেতাকর্মীদের আটক করা হয়েছে। এরমধ্যে অনেককে সন্ধ্যার পরে ছেড়ে দেওয়া হয়েছে।’
হাসান উদ্দিন সরকার আরও বলেন, ‘আপনারা সারাদিন দেখেছেন, কেমন নির্বাচন হয়েছে। এজন্য আমরা নির্বাচনে সেনাবাহিনী দাবি করেছিলাম।’
জার্মানবাংলা২৪, প্রতিনিধি/এসআর