রেজাউল করিম বিপ্লব, ময়মনসিংহ প্রতিনিধি: ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ^রগঞ্জে কৃষি সম্পসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউ এনও এলিশ শরমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।