ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২শ ৭৭ বস্তা বিজিএফের চাল জব্দ করা হয়েছে। জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত বিজিএফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগের পেক্ষিতে স্থানীয় প্রশাসন বিভিন্ন দোকানপাঠ থেকে ২৭৭ বস্তা চাল জব্দ করেছে।
সোমবার রাতে উপজেলার রাজিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন শাহগঞ্জ বাজারে আব্দুল মোতালেব, হবি মিয়া, রুহুল আমিন ও তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া বাজারের আজিজুল ইসলামের ঘরে বিজিএফের চাল থাকার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিন-এর নির্দেশে সহকারী কমিশনার ভূমি মইন উদ্দিন খন্দকার ঘটনাস্থল গিয়ে উল্লেখিত দোকানগুলো সিলগালা করেন।
মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার ভূমি রাজিপুর ইউনিয়নের হবিমিয়া ও মোতালেবের দোকান ঘর থেকে দুইশত ১ বস্তা ও রুহুল আমিনের ঘর থেকে ৩৬ বস্তা এবং উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিন কোনাপাড়া বাজারের আমিনুল ইসলামের ঘর থেকে ৩০ বস্তা চাল জব্দ করেন। এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।