ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে য়ৌতুকলোভী এক স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে । এ ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর কুনিয়াপাড়া গ্রামে । পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৫ বছর পূর্বে জাটিয়া ইউনিয়নের আব্দুল মোতালেবের কন্যা মুরশিদা আক্তারের বিয়ে হয় কুনিয়াপাড়া গ্রামের মঞ্জুরুলের পুত্র জহিরুল ইসলামের সাথে। নিহতের বাবা জানান, তার মেয়ের বিয়ের সময় যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেয়া হয়। শুক্রবার সেহেরির পূর্বে তার কন্যা মুরশিদা ফোন করে জানায় আরও ৫০ হাজার টাকা দেবার জন্য। এ নিয়ে শনিবার স্বামী স্ত্রীকে মারধর করলে সে গুরুতর আহত হয়। পরে জহিরুলের চাচি ফরিদা মুরশিদাকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে । কর্তব্যরত ডাক্তার মাহমুদা জানান, নাকে রক্তাক্ত অবস্থায় মৃত মুরশিদাকে হাসপাতালে আনা হয়। এ ঘটনার পর থেকে স্বামী সহ তার বাড়ির লোকজন পলাতক রয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান ব্যপারে নিহতের বাবা মোতালেব বাদী হয়ে জহিরুল সহ ৪ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।