জেলা প্রতিনিধি ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় উচাখিলা স্কুল এন্ড কলেজের কম্পিউটার শিক্ষক আবুল বাশারকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০০ সালে ২ মার্চ নান্দাইল উপজেলার হলিউড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের কন্যা আরিফা শারমিনের সাথে বিয়ে হয় ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিপুর ইউনিয়নের ঘাঘড়া গোপালপুর গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে আবুল বাশারের।
শারমিনের বাবা বিয়ের সময় যৌতুক হিসেবে একটি ডিসকবার মোটরসাইকেলসহ ৩ লাখ টাকার মালামাল দেন। বিয়ের পর থেকে আবুল বাশার তার স্ত্রীকে বাবার বাড়ি হতে আরও ৫ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ সৃষ্টি করে। যৌতুকের টাকা এনে না দেয়ায় স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতো।
গত ১০ জুলাই যৌতুকের টাকার জন্য আরিফাকে মারধর করে আহত অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে ঈশ্বরগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেয়।
১১ জুলাই আরিফা শারমিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগে স্বামীসহ তিনজনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় পুলিশ আবুল বাশারকে তার নিজ বাড়ি থেকে আটক করে আদালতে সোর্পদ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে আবুল বাশার ও আরিফা শারমিনের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে।