প্রতিনিধি ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারী শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে সোমবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ইউএনও এলিশ শরমিন উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম ও ৮ম শ্রেণির প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী যে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেছেন তার হচ্ছে চরজিতর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মোছা: সাবরিনা আক্তার লিমা, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের আলফাতুন্নেছা, বড়হিত উচ্চ বিদ্যালয়ের মোছা: নূসরাত জাহান, কুমারুলী উচ্চ বিদ্যালয়ের ফারজানা আক্তার, ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পলিরানী সরকার, কাছিমপুর উচ্চ বিদ্যালয়ের রোকাইয়া তাসমিন হাকিমা, শেফালী আক্তার, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের তাসলিমা আক্তার সিমা,মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া আক্তার,রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের হাসমাত মারিয়া বেবী,জাটিয়া উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান সেতু, সাখুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের রওনক জাহান স্মৃতি ।
এ সময় উপস্থিত ছিলেন আঠারবাড়ী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন উপজেলা মাধ্যমিক অফিসার আশরাফুল ইসলাম, চরজিতর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন, বড়হিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, কাছিমপুরের প্রধান শিক্ষক নূরুন্নবি, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ফারুক প্রমুখ।